দেশজুড়ে

শীতার্তদের পাশে শিশু-কিশোরদের খেলাঘর

ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর। মঙ্গলবার জেলা পুলিশের সহায়তায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এ সংগঠনটি। বিকেল ৫টায় শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মিনহাজ নবী খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার সহাকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান সরকার।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শীতার্ত দরিদ্র মানুষরা রাতে ঘুমাতে গিয়ে যেন একটু উষ্ণতা পায় তাই জেলা পুলিশ ও খেলাঘর যৌথভাবে আজকের এ আয়োজন করেছে। অসহায়-দরিদ্ররা যেন মনে না করেন যে তাদের পাশে কেউ নেই, পুলিশ সবসময় এসব সুবিধা বঞ্চিত মানুষের পাশে আছে এবং থাকবে। আমরা সবাই এক সঙ্গে মিলে ভালো কাজ করে দেশটাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই।পরে আলোচনা শেষে শহরের দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন খেলাঘর জেলা কমিটির মুখপত্র শিশু কণ্ঠের সম্পাদক মো. জুয়েলুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।আজিজুল আলম সঞ্চয়/বিএ

Advertisement