তথ্যপ্রযুক্তি

চট্টগ্রাম প্রেস ক্লাবে বিনামূল্যে গ্রামীণফোনের ওয়াইফাই

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে ফ্রি ওয়াইফাই জোন চালু করেছে গ্রামীণফোন। মঙ্গলবার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কলিম সরওয়ার এই সেবা উদ্বোধন করেন। এ সময় প্রেস ক্লাবের সেক্রেটারি মহসিন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য; গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল প্রধান এম শাওন আজাদ, ডিরেক্ট সেলস আঞ্চলিক প্রধান শাকিব আলতাফ, চট্টগ্রাম অপারেসন্স প্রধান সঞ্জয় দাস গুপ্ত ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।বাংলাদেশে ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করা গ্রামীণফোনের অন্যতম প্রয়াস। সারা দেশজুড়েই গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে এবং প্রতিষ্ঠানটি অত্যন্ত দ্রুতগতিতে দেশজুড়ে থ্রি জি সেবা ছড়িয়ে দিচ্ছে। `সবার জন্য ইন্টারনেট` লক্ষ্যের অধীনে গ্রামীণফোন সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই জোন প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের পাশাপাশি চট্টগ্রাম ক্লাব এবং চট্টগ্রাম বোট ক্লাবে ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে এম শাওন আজাদ বলেন, “গ্রামীণফোন সবার জন্য ইন্টারনেট লক্ষ্য বাস্তবায়নে তার সব অংশীদারদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করছে। চট্টগ্রামে গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই প্রদান এই কার্যক্রমেরই একটি অংশ। আমরা আমাদের গ্রাহকদের জন্য উপযোগী মাই স্টাডি, জিপি কৃষি সেবা, ওয়াও বক্স-এর মতো ডিজিটাল সেবা ও কনটেন্ট নিয়ে কাজ করছি”।তিনি আরও বলেন, “গ্রামীণফোনের ১০ মেগাহার্টজ থ্রিজি স্পেকট্রাম আছে যা নিশ্চিত করে দ্রুত গতি, নিরবিচ্ছিন্ন থ্রিজি কভারেজ এবং স্বচ্ছধ্বনি। বাংলাদেশের মানুষের ক্ষমতায়নে গ্রামীণফোন তার নেটওয়ার্ক সুবিধাকে কাজে লাগাচ্ছে। বাণিজ্যিক রাজধানী হওয়ায় চট্টগ্রাম গ্রামীণফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। আমরা দেশের অন্যান্য এলাকার মতো চট্টগ্রাম বিভাগের টেকনাফ, বান্দরবন ও লক্ষ্মীপুরে অনলাইন স্কুল পরিচালনা করছি। নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক এবং উন্নত সেবাদান নিশ্চিত করার উদ্দেশ্যে চট্টগ্রাম অঞ্চলের জন্য আমাদের বিশেষ কিছু পরিকল্পনা আছে”।প্রেস ক্লাবের সভাপতি জনাব কলিম সরওয়ার বলেন, “প্রকৃতপক্ষে সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করে সবার জন্য জ্ঞান। এই আধুনিক বিশ্বে চলমান বিষয় সম্পর্কে সাংবাদিকদের সবসময় জানা থাকা প্রয়োজন। ইন্টারনেট হলো সেই জ্ঞানের জগতে প্রবেশের একটি দ্বার। ফ্রি ওয়াইফাই সংযোগ প্রদানের মাধ্যমে সাংবাদিকসহ সকল মানুষকে জ্ঞানের এই বিশাল জগতে অনুপ্রবেশের সুযোগ করে দেয়াটা গ্রামীণফোনের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমার বিশ্বাস এই ওয়াইফাই ইন্টারনেট সংযোগ আমাদের পেশাদারী জীবনে অগ্রগতির যাত্রাকে ত্বরান্বিত করবে।"গ্রামীণফোন গ্রাহকরা ওয়াইফাই হটস্পট জোনে গেলে তাদের মোবাইলের ওয়াইফাই চালু করলে "জিপি ওয়াইফাই" নামে একটি এসএসআইডি দেখতে পাবেন। ‘জিপি ওয়াইফাই’ এ যুক্ত হবার পর তার গ্রামীণফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই পর্যায়ে তারা একটি এসএমএস পাবেন যা তাকে ওয়াইফাই ব্যবহার করতে দেবে।বাংলাদেশের বৃহত্তম আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্ক’ গ্রামীণফোনের এই উদ্যোগকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।আরএম/বিএ

Advertisement