চীন প্রতিনিধি
Advertisement
চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালন করা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। সোমবার (২২ নভেম্বর) দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত মাহবুবউজ্জামান। এতে নেতৃত্ব দেন ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল এস এম মাহবুব উল আলম।
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন এমন সাহসী বীরদের আত্মার মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া বাংলাদেশের শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধির জন্য করা হয় দোয়া।
Advertisement
কর্মসূচির শুরুতে সাত বীরশ্রেষ্ঠ এবং মুক্তিযুদ্ধের সময় আত্মত্যাগকারী ৩০ লাখ শহীদদের শ্রদ্ধার প্রতীক হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া অনুষ্ঠানে পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তিন বাহিনী প্রধানদের বার্তা।
এরপর সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা হয়। রাষ্ট্রদূত, ডিফেন্স অ্যাটাচি, কমার্শিয়াল কাউন্সিলর, সহকারী ডিফেন্স অ্যাটাচি এবং বেইজিংয়ে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
জেডএইচ/এমএস
Advertisement