বরিশাল বিভাগের ১৭টি পৌরসভায় সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১১ প্লাটুন বিজিবি এবং ৬ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে কার্যক্রম ও টহল শুরু করেছে তারা। সব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ এবং বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে।বুধবার সকাল ৮টায় শুরু হচ্ছে প্রতীক্ষার পৌর নির্বাচনের ভোটগ্রহণ। তাই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগের ১৭ পৌরসভার ১৭৬ কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি।দুপুর থেকে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ পুলিশের পাহারায় নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে চলে গেছেন। রাতে তারা কেন্দ্রে অবস্থান করবেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ চলবে।বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর শাহজাহান জানান, বরিশাল বিভাগের ১৭টি পৌরসভায় সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য মোতায়েনকৃত ১১ প্লাটুন বিজিবি এবং ৬ প্লাটুন কোস্টগার্ড তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া ১৭টি পৌর এলাকায় মোট তিন হাজার ৪৬২ জন পুলিশ ও আনসার নির্বাচনী দায়িত্ব পালন করছেন।বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ পৌরসভায়। তবে পিরোজপুর সদর পৌরসভায় শুধু কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে মেয়র পদে প্রার্থী একজন হওয়ায় এই পদে নির্বাচন হচ্ছে না।১৭ পৌরসভায় মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ৩শ` ১৫ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ২শ` ৬৮ জন এবং নারী ভোটার এক লাখ ৩৬ হাজার ৪৭ জন। পৌর এলাকাগুলোতে মেয়র পদে ৫৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫০১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।বরিশাল বিভাগে একজন মেয়র ছাড়াও ১০ জন সাধারণ কাউন্সিলর ও ছয়জন সংরক্ষিত কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর শাহজাহান জাগো নিউজকে জানান, প্রতি পৌর এলাকায় টহল দেবে এক প্লাটুন করে বিজিবি। তবে বরিশাল বিভাগের নদ-নদী বেষ্টিত মেহেন্দিগঞ্জ, মুলাদী, কলাপাড়া, কুয়াকাটা ও পাথরঘাটায় কোস্টগার্ড টহলের দায়িত্ব পালন করবে। টহল দেবে প্রায় ৪শ` র্যাব সদস্য।এছাড়া ১৭ পৌর এলাকায় ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ১৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন ভোটের দিন।এদিকে, ১৭ পৌরসভায় ভোট কেন্দ্র ১৭৬টি। এরমধ্যে ১১৮টি ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।সাইফ আমীন/এমজেড/বিএ
Advertisement