দেশজুড়ে

সিরাজগঞ্জে দুই দলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সদর পৌর নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। জেলা বিএনপি মঙ্গলবার বিকেলে ইকবাল হাসান মাহমুদ টুকুর হোসেনপুর মহল্লার নিজ বাস ভবনে ও আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সন্ধ্যায় এই সংবাদ সম্মেলন করা হয়।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও জয়পুরহাট জেলার বিএনপির নির্বাচনী সমন্বয়ক ইকবাল হাসান মাহমুদ টুকু সংবাদ সম্মেলনে অনেক বিষয়ে অভিযোগ করেন।তিনি বলেন, অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে সরকারি দল একতরফাভাবে বিজয়ী হওয়ার জন্য বিএনপির প্রার্থী, সমর্থক ও দলীয় নেতাকর্মীদের পুলিশ দিয়ে গ্রেফতার ও হয়রানি করছে। আওয়ামী লীগের ক্যাডার বাহিনী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন চালাচ্ছে। তবে যতই হামলা ও নির্যাতন করা হোক, গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি মাঠে থাকবে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী অ্যাড. মোকাদ্দেছ আলী, সহ সভাপতি মজিবর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপি নেত্রী মাহফুজা খাতুন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস,শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কায়েস সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অপরদিকে, সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির অভিযোগ খণ্ড করার লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হচ্ছে, তার সবগুলোই ভিত্তিহীন। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নেতৃত্বের পরিবর্তন চায়। পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে, তারা সুনির্দিষ্ট মামলার আসামি। এসব গ্রেফতারের সঙ্গে পৌর নির্বাচনের কোনো সম্পর্ক নেই।শহর আওয়ামী লীগের সভাপত্বি আলহাজ্ব ইসহাক আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহম্মাদ গোলাম কিবরিয়া, কে এম হোসেন আলী হাসান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এসময় সিরাজুল ইসলাম খান, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বাদল ভৌমিক/এমজেড/বিএ

Advertisement