বিধি-নিষেধ উপেক্ষা করে নীলফামারীর কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের পোস্টারে এমপির ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দি নির্বাচনী পোস্টারে এমপির ছবি ব্যবহারে ক্ষুব্ধ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
Advertisement
পরিপত্র অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিক দলের মনোনীত হলে সেক্ষেত্রে তিনি কেবল দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ব্যবহার করতে পারবেন। কিন্তু মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দি পোস্টারে দলের প্রয়াত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, বর্তমান চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও স্থানীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমানের ছবি ব্যবহার করেছেন।
সরেজমিনে দেখা যায়, এ ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দির নির্বাচনী পোস্টারে শোভা পাচ্ছে দলীয় প্রধানের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতার ছবি।
এ ব্যাপারে মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দি জানান, বিষয়টি আমার জানা ছিল না। তাই নতুন পোস্টার দিয়ে ওইসব পোস্টার ঢেকে দেওয়া হচ্ছে।
Advertisement
কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পোস্টারে দলীয় নেতা ও সংসদ সদস্যের ছবি ব্যবহারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
আরএইচ/এমএস