টানা তিনদিন বন্ধ থাকার পর ঢাকা-রাঙ্গাবালী নৌরুটে আবারো যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাঙ্গাবালী থেকে ঢাকার উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যায়।
এর আগে দুপুর ২টার দিকে ঢাকার সদরঘাটে শ্রমিক ইউনিয়ন নেতার সভাকক্ষে লঞ্চ চলাচল নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মশিকুর রহমান লিটন, অ্যাডভোকেট ফোরকান মিয়া, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভুট্টোসহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
Advertisement
লঞ্চ শ্রমিক ইউনিয়ন নেতা শাহ আলম জাগো নিউজকে বলেন, সমঝোতা বৈঠকে একটি অঙ্গীকারনামা চুক্তি হয়। সেখানে শ্রমিকদের ওপর মারধরের জন্য দুঃখ প্রকাশ করা হয়। আহত শ্রমিকদের সব ধরনের চিকিৎসা ব্যয় বহন করবে এবং পুনরায় এরকম ঘটনা আর হবে না মর্মে উভয়পক্ষ সমঝোতা করে।
তিনি আরও বলেন, আজ থেকে ঢাকা-রাঙ্গাবালী রুটে লঞ্চ চলাচল করবে। এমভি পূবালী ঢাকা লঞ্চ ঘাটে আনা হয়েছে। সময় মতো রাঙ্গাবালী এবং পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এর আগে ২০ নভেম্বর থেকে ঢাকা-রাঙ্গাবালী নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকে। এতে বিপাকে পড়েন জেলার রাঙ্গাবালী, দশমিনা, গলাচিপা ও বাউফল উপজেলার বিভিন্ন ঘাটের যাত্রীরা।
আব্দুস সালাম আরিফ/এসজে/এমএস
Advertisement