জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাড়া ফেলেছে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নির্মিত ‘ব্রেস্ট ফিডিং কর্নার’। সেখানে ভর্তিচ্ছুদের সঙ্গে আসা অভিভাবকদের নবজাতকের স্তন্যপানের ব্যবস্থা রাখা হয়েছে।
Advertisement
সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের অনেকেরই নবজাতক থাকে। সুরক্ষিত স্থানের অভাবে অনেক সময় তারা নবজাতককে দুধ পান করাতে বিড়ম্বনার মধ্যে পড়েন। সে বিড়ম্বনা কমানোর চিন্তা মাথায় রেখেই ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ চালু করা হয়েছে।
ডিপ ইকোলোজি অ্যান্ড স্নেক রেসকেউ ফাউন্ডেশন নামের সংগঠনটি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ‘ব্রেস্ট ফিডিং কর্নারের’ মতো ব্যতিক্রমী আয়োজন সাড়া ফেলেছে ক্যাম্পাসে। এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছেন ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা।
এ বিষয়ে জানতে চাইলে ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে কয়েক লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের সঙ্গে আগত অভিভাবকদের অনেকের সঙ্গে নবজাতক থাকে। কিন্তু ক্যাম্পাসে এ জনবহুল সময়ে তাদের জন্য কোনও সুবিধাজনক ব্যবস্থা রাখা হয়নি। আমরা চাই একজন মা তার সন্তানকে স্তন্যদান করতে যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন। সে ধারণা থেকেই ব্রেস্ট ফিডিং কর্নার চালু করেছি।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ব্যতিক্রমধর্মী এ ভাবনাকে সাধুবাদ জানিয়ে বলেন, সংগঠনটির কাজ খুবই প্রশংসনীয়। তারা অভিভাবকদের জন্য আলাদা করে ভাবতে পেরেছে এটা গুরুত্বপূর্ণ। আশা করি ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের কাজে ভূমিকা রাখবে।
আরএইচ/এএসএম