জাতীয়

বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

দেশের বিভিন্ন অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  অঞ্চলসমূহের মধ্যে দিনাজপুর, নীলফামারির ডিমলা, নওগাঁর বদলগাছী, কুড়গ্রামের রাজারহাট, শ্রীমঙ্গল, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বনিন্ম তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের হাতিয়ায় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এএইচ/আরআইপি

Advertisement