আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগানো সিনেমা ‘নোনা জলের কাব্য’। এটি আগামী ২৬ নভেম্বর ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে এ ছবির টাইটেল স্পন্সর ফ্রেশ এবং পরিবেশক স্টার সিনেপ্লেক্স।
Advertisement
পটুয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনযাত্রা নিয়ে নির্মিত এই ছবিটি। জেলেদের জীবনযাত্রা নিয়ে নির্মিত ছবিটি সবার আগে দেখার সুযোগ পেলেন জেলেরাই।
ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকদের উদ্দ্যেশ্যে প্রদর্শনের আগে পটুয়াখালীর জেলে পরিবারদের জন্য প্রদর্শিত হলো ‘নোনা জলের কাব্য’। পটুয়াখালীর জেলেপল্লী কুয়াকাটা পিকনিক স্পট, চর গঙ্গামতী-র জেলে পরিবারের জন্য ২২ নভেম্বর দুই দিনব্যাপী উক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।
Advertisement
২২ নভেম্বর সকাল ও বিকেল দুই বেলার প্রদর্শনীতে প্রায় ১২০০ দর্শকের উপস্থিতি ছিল। এদিন প্রধান অতিথি হিসেব পটুয়াখালী জেলার জেলা প্রশাসক বিকেলের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
‘নোনা জলের কাব্য’ সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। এর আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব।
এটি প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও ফরাসি প্রযোজক ঈলান জিরার্দ। জিরার্দ ‘মার্চ অব দ্য পেঙ্গুইন‘, ‘গুডবাই বাফানা‘, ‘ফাইনাল পোর্ট্রেট‘-এর মতো বিখ্যাত কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন লস অ্যাঞ্জেলসে বসবাসরত থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের স্পিরিট অ্যাওয়ার্ড-এর মনোনয়ন পেয়েছিলেন।
এছাড়া বাংলাদেশ থেকে ছবিটির নির্মাণ সহযোগী প্রতিষ্ঠান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর হাফ স্টপ ডাউন। সম্পাদনা করেছেন আমেরিকার ক্রিস্টেন স্প্রাগ, রোমানিয়ার লুইজা পারভ্যু ও ভারতের শঙ্খ। শব্দ ও রঙ সম্পাদনার কাজটি হয়েছিল প্যারিসের দুটি বিখ্যাত স্টুডিওতে।
Advertisement
এলএ/জিকেএস