নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ব্র্যাকের এক কর্মকর্তাকে অপহরণের ১৯ ঘণ্টা পর অপহৃতকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত আল হেলাল ব্র্যাকের সোনারগাঁ উপজেলা শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাবুইখালী এলাকা থেকে অপহৃত ব্র্যাক কর্মকর্তা আল হেলালকে (৪০) উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার রাত ৯টায় আল হেলালকে অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। অপহ্নত আল হেলালের স্ত্রী তৌহিদ পারভীন জাগো নিউজকে জানান, আল হেলাল ব্র্যাকের সোনারগাঁ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত থেকে উপজেলার ছোট সাদিপুর এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছেন। উপজেলার সাদিপুরস্থ শাখা থেকে কাজ শেষে তার স্বামী বাসায় ফেরার পথে রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামনে আগে থেকে অবস্থানরত একটি মাইক্রোবাসে থাকা ৮/১০ জন অপহরণকারী চক্র হেলালকে অপহরণ করে নিয়ে যান। অপহরণকারী পারভীনের মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে হত্যা করার হুমকি প্রদান করা হয়। পরে বিষয়টি নিয়ে পারভীন ব্রাকের সাদিপুর শাখার অফিসার রাজিব হাসানকে অবগত করলে তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরও জানান, নিজের স্বামীকে উদ্ধারে অপহরণকারীদের কথা মোতাবেক বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা প্রদান করে। পরে পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, ব্র্যাকের কর্মকর্তার অপহরণের অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়ে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করা হয়। মঙ্গলবার বিকেল চারটার সময় মুুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাবুইখালী এলাকা হতে অচেতন অবস্থায় অপহ্নত আল হেলালকে উদ্ধার করা হয়। আর পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণকারী চক্রদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।মো.শাহাদাত হোসেন/এমজেড/আরআইপি
Advertisement