চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির (চামেসাস) নির্বাচনে সভাপতি পদে ইস্কান্দর আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন মোহাম্মদ রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নুর আহমদ সড়কস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গণনা শেষে নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. সাইফুল্লাহ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।এছাড়া সালেহ নোমান সহ-সভাপতি, মোহাম্মদ হোসাইন অর্থ সম্পাদক,গোলাম মওলা মুরাদ ও শাহনেওয়াজ রিটন নির্বাহী সদস্য নির্বাচিত হন। এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। সমিতির ৯৬ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জবীন মুছা/এসকেডি/আরআইপি
Advertisement