স্বাস্থ্য

কর্মী মঙ্গল সংস্থার সভাপতি আজহারুল, মহাসচিব ফিরোজ

আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠান’ বাংলাদেশের (আইসিডিডিআরবি) কর্মী মঙ্গল সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ডা. আজহারুল ইসলাম ও মহাসচিব পদে ড.ফিরোজ আহমেদ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ওই নির্বাচনে (২০১৬ ও ২০১৭ মেয়াদ) একইসঙ্গে ঢাকা ও মতলবে কর্মী মঙ্গল সংস্থার পৃথক কমিটির নেতা নির্বাচিত হন। কর্মী মঙ্গল সংস্থার মোট সদস্যসংখ্যা সাড়ে চারহাজার হলেও নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ২হাজার। তন্মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অফিসে ভোটার সংখ্যা এক হাজার ৭০০ ও শুধুমাত্র মতলব অফিসে ভোটার সংখ্যা ছিল প্রায় ৩শ। ঈগল প্রতীক নিয়ে এক হাজার ৭শ’৪ ভোট পেয়ে সভাপতি  নির্বাচিত হন ডা.আজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকে ফারজানা শাহানাজ মজিদ পান ১৯৭ ভোট। ঢাকায় পদ্মফুল প্রতীক নিয়ে এক হাজার ২শ’৬১ ভোট পেয়ে নির্বাচিত হন ড.ফিরোজ আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা মার্কায় তাহা মানসুরুন হাগ পান ১৫৯ ভোট। মতলবে মহাসচিব নির্বাচিত হন আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।বিভিন্ন পদে নির্বাচিতদের মধ্যে সহসভাপতি পদে ঢাকা ও মতলবে যথাক্রমে নির্বাচিত হন মাহবুব উল আলম ও তোফাজ্জল হোসেন। অনুরূপভাবে যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে সাইফুল ইসলাম ও মোহাম্মদ শামুসদ্দোহা, যুগ্ম সম্পাদক (মহিলা) পদে সাহানা পারভীন ও রহিমা আক্তার, অর্থ সম্পাদক আশিস কুমার কুন্ডু ও খন্দকার আহসান কবির, ক্রীড়া সম্পাদক পদে এরশাদ জান চৌধুরী ও সায়েদ আহমেদ, সমাজ ও বিনোদন সম্পাদক পদে মো.ফজলুল হক ও মোহাম্মদ ইসমাইল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম ও শেখ আবদুল জব্বার, মহিলা বিষয়ক সম্পাদক পদে নিলুফা ইয়াসমিন ও জাকিয়া পারভীন নির্বাচিত হন।কার্যনির্বাহী সদস্য পদে ঢাকায় নির্বাচিতরা হলেন ঢালিউদ্দিন হাওলাদার, দীন মোহাম্মদ, আনজুম উন নাহের, সেলিম হোসেন মিজি, মোহাম্মদ আরিফুল ইসলাম, সৈয়দ আবু বকর সিদ্দিক ও  মনির হোসাইন। মতলব থেকে নির্বাচিত কার্যনিবার্হী সদস্যরা হলেন আকতার হোসেন খান, আনিসুর রহমান,  ফেরদৌসী বেগম, সুমন চন্দ্র সরকার, রেহানউদ্দিন, মরিয়ম আকতার ও রাবেয়া রহমান।নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ড.নুরুল আলম। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন ডা.শাকিলা বানু ও টিটু চৌধুরী।উল্লেখ্য গত ২১ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২ ডিসেম্বর ভোরবেলা ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড.নুরুল আলম। এমইউ/এসকেডি/আরআইপি

Advertisement