ফিচার

বেণী মাধব দাসের জন্ম ও হেমাঙ্গ বিশ্বাসের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২২ নভেম্বর ২০২১, সোমবার। ০৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৭৭৪- ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করা রবার্ট ক্লাইভ মৃত্যুবরণ করেন ।১৮৫৬- বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।১৮৫৭- সিপাহি বিদ্রোহের এক পর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।১৮৭৭- টমাস আলফা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিষ্কার করেন।১৯৯১- মিশরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুত্রো বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।

জন্ম১৭৮৭- ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাস্মুস রাস্ক।১৮১৯- ইংরেজ ঔপন্যাসিক জর্জ ইলিয়ট।১৮৭০- অস্ট্রেলীয় ক্রিকেটার হ্যারি গ্রাহাম।১৮৮৬- প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক বেণী মাধব দাস। তিনি শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু ছিলেন। তিনি সারা জীবন ব্রাহ্ম সমাজের কল্যাণে নিবেদন করেন। তিনি ১৯৫২ সালের ২ সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।১৯১৬- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী শান্তি ঘোষ।১৯৬২- বাংলাদেশি কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।১৯৬৫- বাংলাদেশি স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক শাকুর মজিদ।

Advertisement

মৃত্যু১৭৭৪- ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী রবার্ট ক্লাইভ।১৯০৮- ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু।১৯৪৪- বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটন।১৯৪৬- দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আলবার্ট রোজ-ইন্স।১৯৮৭- সুরকার ও সংগীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস। বর্তমান বাংলাদেশের সিলেটের মিরাশিরে ১৯১২ সালের ১৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। কলেজে ভর্তি হওয়ার পরই তিনি স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। লোকসংগীতকে কেন্দ্র করে গণসংগীত সৃষ্টির ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য।২০০৬- ভারতীয় বাঙালি জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায়।

কেএসকে/জেআইএম