জীবননগর পৌরসভা নির্বাচনে টাকা দিয়ে এক নারী ভোটারের ভোট ক্রয়ের অভিযোগে কাউন্সিলর প্রার্থী নূর আলমকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার সময় উপজেলা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। একই অপরাধে কেন তার প্রার্থীতা বাতিল করা হবে না তার জন্য কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। জানা গেছে, জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডালিম প্রতীকের নূর আলম নির্বাচনী আইন লঙ্ঘন করে মঙ্গলবার সকালে নিজে লিফলেট নিয়ে বাড়ি-বাড়ি প্রচারণা চালাচ্ছিলেন। এসময় তিনি পোস্টঅফিস পাড়ায় টাকা দিয়ে এক নারী ভোটারের ভোট খরিদ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন তার অবৈধ প্রচারণা ও টাকা দেয়ার দৃশ্য মোবাইলে ধারণ করে পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। অভিযোগের সত্যতা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নূরুল হাফিজ কাউন্সিলর প্রার্থী নূর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ প্রদান করেন। সালাউদ্দীন কাজল/এমজেড/পিআর
Advertisement