রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় খালেদ মাহমুদ (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।
Advertisement
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, আমার ভাই তেজগাঁও এফডিসি গেট সংলগ্ন একটি মুরগির আড়তে চাকরি করতো। কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় রাস্তায় পড়ে থাকলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের সদর উপজেলার নয়ারহাট গ্রামে।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজার থেকে এক কিশোর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
এমএইচআর