জাতীয়

আমরা দখলবাজ না : গাবতলীতে শ্রমিক নেতারা

ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শ্রমিক নেতারা বলেছেন, আমরা দখলবাজ না। সরকারের কাছে একাধিকবার জমি চেয়েও পাইনি। তাই আমরা পানি উন্নয়ন বোর্ডের জমির উপরে ট্রাক ও বাস রাখছি।‘আমিনবাজার-গাবতলী-কল্যাণপুর ও শ্যামলী এলাকার প্রধান প্রধান সড়ক যানজটমুক্ত ও পার্কিং মুক্ত ঘোষণা’ উপলক্ষে   মঙ্গলবার আয়োজিত এক সভায় ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক বাস-ট্রাক মালিকপক্ষকে দখলবাজ আখ্যায়িত করলে এর প্রতিবাদে এসব কথা বলেন তারা।গাতবলী আন্তঃজেলা বাস টার্মিনালে এ সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। এসময় বিশেষ অতিথি ছিলেন, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক তালুকদার সোহেল বলেন, আমরা মেয়রদের এই আমিনবাজার-গাবতলী-কল্যাণপুর ও শ্যামলী এলাকার প্রধান প্রধান সড়ক যানজটমুক্ত ও পার্কিং মুক্ত ঘোষণা কর্মসূচিকে সাধুবাদ জানাই। তবে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাও আমাদের ভাবতে হবে। বাস রাস্তায় না রাখতে নির্দেশনা দেয়া হচ্ছে। টার্মিনালের ভেতরে নিতে বলা হচ্ছে। কিন্তু ভেতরে নেয়ার আগে ভেতরের অবৈধ দখল ও স্থাপনা সরাতে হবে। শুধু তাই নয়, ১৫/২০ দিনের মধ্যে যেন তা আবার দখল না হয়ে যায় সে দিকে খেয়াল রাখতে হবে। যখন এখানে টার্মিনাল ঘোষণা করা হয়, তখন সিটিং বাসগুলোকে কিভাবে এখানে সংযুক্ত করা হবে তা বলা হয়নি। সে কারণে আজ এখানে যানজট। সময় ও কালের বিবর্তনে যাত্রীর সংখ্যা বেড়েছে। যানজট ও অবৈধ পার্কিং বন্ধে টার্মিনালের সীমানা আরও বাড়ানো উচিত বলেও উল্লেখ করেন তিনি।গাবতলী আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি সাদেক হোসেন তুফান বলেন, আমরা পাকিস্তান আমল থেকেই এখানে ট্রাক রাখছি। ব্যবসা করছি। এখন আমাদের দখলবাজ বলা হচ্ছে। আমরা দখলবাজ না। আমরা এখানে ট্রাক রাখার জন্য একাধিকবার সরকারের কাছে টার্মিনাল চেয়েছি। কিন্তু দেয়া হয়নি। তাহলে আমরা কোথায় যাবো?গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ বলেন, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আগে ভাবতে হবে। আপনারা উচ্ছেদ করেন সমস্যা নাই, কিন্তু পুনর্বাসন কিংবা অন্যত্র স্থান দেয়ারও ব্যবস্থা করতে হবে।গাবতলী সদর বাস টার্মিনাল কমিটির আহ্বায়ক মফিজুল হক ভেপু বলেন, ট্রাক টার্মিনাল দেন। সব সমস্যার সমাধান হবে। বুলডুজার লাগবে না। শ্রমিক মালিকরাই গাবতলীর যানজট কমিয়ে দেবেন।মেয়রের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপনি যানজট ও পার্কিং বন্ধ করতে চান। এটা করার আগে আপনাকে নিশ্চিত করতে হবে এই রুটে অন্য রুটের যান চলাচল বন্ধ করতে হবে’।জেইউ/একে/আরআইপি

Advertisement