জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৯ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : সবচেয়ে ছোট পাখি কোনটি?উত্তর : হামিং বার্ড।২. প্রশ্ন : মৌমাছির চোখ কয়টি?উত্তর : ৫টি।৩. প্রশ্ন : মাকড়শার চোখ কয়টি?উত্তর : ৮টি।৪. প্রশ্ন : মাকড়শার পা কয়টি?উত্তর : ৮টি।৫. প্রশ্ন : মাছির পা কয়টি?উত্তর : ৬টি।৬. প্রশ্ন : সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি?উত্তর : চিতাবাঘ।৭. প্রশ্ন : ব্যঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ট কয়টি?উত্তর : ৩টি।৮. প্রশ্ন : কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?উত্তর : ত্বকের।৯. প্রশ্ন : মানব দেহে মোট কয়টি হাড় থাকে?উত্তর : ২০৬টি।১০. প্রশ্ন : মানব দেহে কশেরুকার সংখ্যা কত?উত্তর : ৩৩টি।১১. প্রশ্ন : মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত?উত্তর : ২০টি।১২. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?উত্তর : যকৃত।১৩. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থির নাম কী? উত্তর : স্টেপিস।১৪. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী?উত্তর : ফিমার।১৫. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী?উত্তর : ত্বক।১৬. প্রশ্ন : লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন?উত্তর : ৫-৬ দিন।১৭. প্রশ্ন : অনুচক্রিকার গড় আয়ু কত?উত্তর : ১০ দিন।১৮. প্রশ্ন : রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?উত্তর : ল্যান্ড স্টিনার।১৯. প্রশ্ন : বিলিরুবিন কোথায় তৈরি হয়? উত্তর : যকৃতে।২০. প্রশ্ন : মূত্র প্রস্তুত হয় কোথায়?উত্তর : কিডনিতে।এসইউ/পিআর

Advertisement