ইরানের অর্ধেকের বেশি মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে সংক্রমণ এবং মৃত্যু দুই-ই কমতে শুরু করেছে বলেও জানানো হয়। খবর এএফপির।
Advertisement
ইরানের মোট জনসংখ্যা প্রায় ৮ কোটি ৩০ লাখ। এর মধ্যে ৪ কোটি ৪২ লাখের বেশি মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে ইরান। দেশটি ইতোমধ্যেই তাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে।
এদিকে আরও এক কোটি ২২ লাখ মানুষ ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছেন। চীনের তৈরি সিনোফার্মসহ আরও বেশ কয়েকটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে ইরানে।
করোনা মহামারি শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে ইরান। দেশটিতে ৬০ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে এবং প্রায় ১ লাখ ২৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
Advertisement
গত আগস্টেও ইরানে সংক্রমণ এবং মৃত্যু বাড়তে দেখা গেছে। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে।
শহুরে এলাকায় রাতের বেলা গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরান। শনিবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
টিটিএন/জিকেএস
Advertisement