দেশজুড়ে

সুবিধার কথা বলে প্রার্থীর ৩ লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশেষ সুবিধা নিতে গিয়ে ৩ লাখ টাকা খোয়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে এ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র।

Advertisement

প্রতারকচক্র নির্বাচনে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে ৬টি বিকাশ নম্বরে এ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেন শুক্রবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে প্রতারিত উজ্জ্বল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতারকচক্রকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আমার ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরটি ক্লোন করে একটি প্রতারকচক্র। পরে তারা বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে শুনেছি। শুক্রবার বিকেলে উজ্জ্বল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

Advertisement

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, একটি প্রতারকচক্র ৬টি বিকাশ নম্বরে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু প্রতারকচক্র কত টাকা হাতিয়ে নিয়েছেন অভিযোগে তা উল্লেখ করেননি।

সালাউদ্দীন কাজল/এফএ/জেআইএম