রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও প্রায় ১০ লাখ মানুষ। এসময়ে সর্বমোট টিকাগ্রহণকারী নয় লাখ ৮৪ হাজার একজন। তাদের মধ্যে প্রথম ডোজের সাত লাখ ১৫ হাজার ৩৬৯ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৬৩২ জন।
Advertisement
প্রথম ডোজ টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ তিন লাখ ৩২ হাজার ৩৩৯ জন ও নারী তিন লাখ ৮৩ হাজার ৩০ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৩৩ হাজার ৪৩৫ জন ও নারী এক লাখ ৩৫ হাজার ১৯৭ জন।
শনিবার (২০নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা করোনার টিকা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।
Advertisement
২৭ জানুয়ারি থেকে শনিবার (২০ নভেম্বর) পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা ৮ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের ৫ কোটি ৪৩ লাখ ছয় হাজার আটজন ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৪০৮ জন।
২০ নভেম্বরর পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি ৮২ লাখ ৭৭ হাজার ৪৫৫ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ছয় কোটি ৭২ লাখ ৮১ হাজার ৮৮৩ জন ও পাসপোর্টের মাধ্যমে নয় লাখ ৯৫ হাজার ৫৭২ জন নিবন্ধন করেন।
এমইউ/এএএইচ/এমএস
Advertisement