দেশজুড়ে

তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা নাগরিকদের সংঘর্ষ

ঘুমের সময় বিরক্ত করায় বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে তিনজন চীনা নাগরিক আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২০ নভেম্বর) সকালে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের সাংহাই রেসিডেন্সিয়াল জোনে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) রাতে নিজের রুমে ঘুমাচ্ছিলেন লংএনজিং ও চিংচাং গান নামের দুজন কর্মী। এ সময় কথা বলার জন্য তাদের দরজায় কড়া নাড়েন অপর এক কর্মী হাংচাং হুয়া। এতে ভেতরে থাকা দুজনের ঘুম ভেঙে গেলে তারা হাংচাং হুয়ার ওপর চড়াও হন। তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে অন্য কর্মীরা তাদেরকে শান্ত করেন।

ওই ঘটনার রেশ ধরে শনিবার (২০ নভেম্বর) সকালে লংএনজিং ও চিংচাং গানের ওপর হামলা চালান হাংচাং হুয়া। এতে তারা দুজন গুরুতর জখম হন এবং হাংচাং হুয়াও আহত হন। গুরুতর আহত দুজনকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান ও হাংচাং হুয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

Advertisement

এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জাগো নিউজকে বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘটনা শুনেছি। তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে। কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তারা পরবর্তী সিদ্ধান্তে যাবে। থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।

এফএ/এমএস