দেশজুড়ে

নেত্রকোনায় ট্রাকচাপায় প্রাণ গেলো শিশুর

নেত্রকোনায় ট্রাকচাপায় প্রাণ গেলো শিশুর

নেত্রকোনার মদনে ট্রাকচাপায় মিম শাহ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দ্রশ্রী সরকারহাটি গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মিম শাহ ওই গ্রামের আল আমিন শাহর মেয়ে।

Advertisement

নিহতের পরিবার জানায়, সকালে মিম শাহ তার নানার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় শিশুদের সঙ্গে রাস্তার পাশে খেলা করছিল সে। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মিম। ট্রাকচালক আল্লাদ মিয়াকে ট্রাকসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, সড়ক দুর্ঘটনায় মিম শাহ নামের এক শিশু নিহত হয়েছে। চালক আল্লাদ মিয়াকে ট্রাকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এইচ এম কামাল/ইউএইচ/জেআইএম

Advertisement