হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভগ্নিপতির প্রতিদ্বন্দ্বী হয়েছেন সম্বন্ধী। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলী আহমদ মুসা এবং তার সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) আব্দুল মুকিত চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Advertisement
গত নির্বাচনেও তারা প্রার্থী হয়েছিলেন। তখন সম্বন্ধীকে হারিয়ে জয় পেয়েছিলেন ভগ্নিপতি।
জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এর মধ্যে কুর্শি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ছয় প্রার্থী। তারা সবাই লন্ডন প্রবাসী। এর মধ্যে আলী আহমদ মুসা (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোর্হী প্রার্থী আব্দুল মুকিত (চশমা) সম্পর্কে ভগ্নিপতি ও সম্বন্ধী। আব্দুল মুকিতের আপন ছোট বোনের স্বামী আলী আহমদ মুসা। গতবারের নির্বাচনে তারা দু’জন প্রার্থী হয়েছিলেন। বিজয়ের মালা পড়েছিলেন আলী আহমদ মুসা। এবারের নির্বাচনে কুর্শি ইউনিয়নে কে জিতবেন সে অপেক্ষায় আছেন একালাবাসী।
নৌকা প্রতীকের প্রার্থী আলী আহমদ মুসা বলেন, গত নির্বাচনেও সম্বন্ধী আব্দুল মুকিত নৌকা প্রতীক চেয়েছিলেন। কিন্তু না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এবারও তিনি নৌকা চেয়ে পাননি। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। একে অপরের বাড়িতে দাওয়াত খাচ্ছি। আনন্দঘন পরিবেশে নির্বাচন করছি।
Advertisement
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মুকিত বলেন, নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা হয়না। উভয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। সুসম্পর্ক নিয়েই নির্বাচনে যার যার প্রচারণা চালিয়ে যাচ্ছি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইউএইচ/জেআইএম