দেশজুড়ে

পৌর নির্বাচনকে ঘিরে রাজশাহীতে নিরাপত্তা জোরদার

পৌর নির্বাচনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ লক্ষ্যে রাজশাহী বিভাগের ৮ জেলার ৪৯টি পৌরসভার ৭৯৪টি ভোটকেন্দ্রে ৯ হাজার ৫২১ জন পুলিশ, সাড়ে ৯ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। বিভাগের ৮ জেলায় ২৭৯টি ভোটকেন্দ্র ও রাজশাহী জেলায় ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার নির্বাচনে বিভাগের ৮ জেলায় ৯৬টি এবং রাজশাহী জেলায় ১৬টি চেকপোস্ট বসানো হবে। সেই সঙ্গে জেলার ১৩টি পৌর এলাকাতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে চেকপোস্ট বসানো হবে। তার সঙ্গে স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে রাজশাহী রেঞ্জ ডিআইজি ইকবাল বাহার বলেন, পৌর নির্বাচনকে ঘিরে রাজশাহীসহ বিভাগের অন্যান্য জেলাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আজ রাত ১২টার পর থেকে পৌর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করবেন তারা।এদিকে, স্ব-স্ব রিটার্নিং অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে  পাঠানো হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি এবং প্রয়োজনীয় স্টেশনারি দ্রব্য। পৌর নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রের উদ্দেশ্যে সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। রাজশাহীতে ১৩টি পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ২০৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৩ হাজার ৫৯৩ জন ও পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬১৪ জন। আর এই ১৩টি পৌরসভায় মোট ১৩৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন মেয়র পদে ৫২, সাধারণ কাউন্সিলর পদে ৪৬৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩৫ জন প্রার্থী।শাহরিয়ার অনতু/এসএস/পিআর

Advertisement