খেলাধুলা

অস্ট্রেলিয়ার সিরিজ জয়

একদিন হাতে রেখেই মেলবোর্ন টেস্টে জিতে নিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। আর এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-০ তে সিরিজ জিতে সিরিজ নিজেদের করে নিল অজিরা। ম্যাচের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দেওয়া ৪৬০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারে ছোট ছোট জুটিতে সামনে হাঁটছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বড় কোনো জুটি হয়নি। তাই নিয়মিত বিরতিতে উইকেট পতন হয়েছে ক্যারিবীয়দের। যদিও মিডল অর্ডারে দিনেশ রামদিন ও অধিনায়ক জেসন হোল্ডার খানিকটা বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন। ষষ্ঠ উইকেটে এ দুজন শত রানের একটি জুটি গড়তে সক্ষম হন। হাফসেঞ্চুরি করেন উভয়েই। এর মধ্যে হোল্ডার ৬৮ ও রামদিন করেন ৫৯ রান। তাদের ১০০ রানের জুটি ভাঙেন মিচেল মার্শ। ব্যক্তিগত ৫৯ রানে উকেটরক্ষক-ব্যাটসম্যান রামদিনকে পিটার নেভিলের ক্যাচে পরিণত করেন মার্শ। রামদিন আউট হওয়ার পর দলীয় ২৭৪ রানে প্যাভিলিওনে ফিরেন অধিনায়ক হোল্ডার (৬৮)। তার উইকেটটিও নেন অলরাউন্ডার মার্শ। তবে বাকি ব্যাটসম্যানরা ভালো করতে না পারায় ১৭৭ রানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন মার্শ। আর তিনটি উইকেট পান স্পিনার নাথান লিওন।এর আগে তৃতীয় দিনে ১৭৯ রানে তিন উইকেট হারানো অজিরা চতুর্থ দিন আর ব্যাটিংয়ে নামেনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ৭০ রানে অপরাজিত ছিলেন। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৩০ রান দূরে থাকলেও ইনিংস ঘোষণা করে দেন তরুণ এ অধিনায়ক।দুই ইনিংসে সাত উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরা হন লিওন। ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।এমআর/পিআর

Advertisement