দেশজুড়ে

বগুড়ায় ক্লিনিকে অক্সিজেনের অভাবে নবজাতক মৃত্যুর অভিযোগ

বগুড়া শহরের রেইনবো কমিউনিটি অ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালে অক্সিজেনের অভাবে চারদিন বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

Advertisement

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের তৃতীয় তলার বেবি কেয়ার ইউনিটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি জেলার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ঘুঘুমাড়ি গ্রামের বাসিন্দা।

মৃত নবজাতকের বাবা বিজিবি সদস্য সোহেল রানা বলেন, ‘মঙ্গলবার (১৬ নভেম্বর) শেরপুর উপজেলার বেসরকারি একটি ক্লিনিকে আমার স্ত্রী শান্তি আক্তার শিশুটির জন্ম দেন। জন্মের পরে শিশুটির ফুসফুসে সমস্যা দেখা দেয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সেখানে বাচ্চাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র না থাকায় তাকে (নবজাতক) রেইনবো কমিউনিটি অ্যান্ড ডায়াগনস্টিকে ডা. এ কে বসাকের তত্ত্বাবধানে ভর্তি করাই।’

‘বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে নবজাতকের অক্সিজেন হঠাৎ নেমে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘক্ষণ পর অক্সিজেন সাপোর্ট দেয় এবং পুনরায় এমন হবে না বলে মৌখিক অঙ্গীকারও করে। শুক্রবার দুপুর ১টার দিকে অক্সিজেন দেওয়া অবস্থায় শিশুটির স্বাভাবিক প্রশ্বাস চালু ছিল। তবে হঠাৎ গতরাতের মতো আবারো অক্সিজেন শেষ হয়ে গেলে পরিবারের পক্ষ থেকে বারবার কর্তব্যরত নার্স ও স্টাফদের কাছে অক্সিজেন চাওয়া হয়। তারা গড়িমসি করে প্রায় পৌনে এক ঘণ্টা পর অক্সিজেন দিতে এলে দেখেন ততক্ষণে আমার মেয়ে মারা গেছে।’

Advertisement

তবে হাসপাতালটির ম্যানেজার রুপক হাসানের দাবি, অক্সিজেনের পর্যাপ্ত মজুত ছিল। শিশুটি ফুসফুসের সমস্যায় মারা গেছে।

এ বিষয়ে বনানি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, পরিবারের লোকজন এ বিষয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম

Advertisement