স্বাস্থ্য

করোনায় মৃত্যু নেই ৬ বিভাগে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী চারজন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৪৬ জনে।

Advertisement

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় ছয়জন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়। বাকি ছয় বিভাগ—খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ পর্যন্ত মোট মারা যাওয়া ২৭ হাজার ৯৪৬ জনের মধ্যে বিভাগওয়ারি পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৯৩ জনের মৃত্যু হয়। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন।

Advertisement

এছাড়া চট্টগ্রামে ৫ হাজার ৬৭৪ জন, রাজশাহীতে ২ হাজার ৪৯ জন, খুলনায় ৩ হাজার ৬০৪ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেট ১ হাজার ২৭০ জন ও রংপুর বিভাগে ১ হাজার ৩৬৬ জন মারা গেছেন।

এমইউ/এআরএ/এমএস