আন্তর্জাতিক

আইএস বিতাড়নে ইরাকের অঙ্গীকার

ইরাক থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) বিতাড়িত করার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। আনবার প্রদেশের রামাদি শহর আইএসের দখল থেকে মুক্ত করার পর এ অঙ্গীকার করেন তিনি। খবর বিবিসির।টেলিভিশনে দেওয়া এক ভাষণে আবাদি ইরাকের দ্বিতীয় শহর মসুলও আইএসের দখল থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা মসুলও মুক্ত করতে যাচ্ছি। এটি হবে আইএসের প্রতি মারাত্মক ও চূড়ান্ত আঘাত।আবাদি বলেন, ২০১৬ সালে ইরাকে আইএসের উপস্থিতি নিশ্চিহ্ন করা হবে। এর আগে সোমবার আইএসের দখলে থাকা রামাদি শহরের নিয়ন্ত্রণ দেশটির সেনাসদস্যরা নিয়েছে বলে জানানো হয়। তবে প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেন, শহরের কিছু কিছু এলাকায় এখনো প্রতিরোধ হচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া রসুল বলেন, আইএসের বিরুদ্ধে মহাকাব্যিক বিজয় অর্জন করেছে সেনাবাহিনী। আনবার প্রদেশের বিভিন্ন সরকারি ভবনে ইরাকের জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে।এদিকে, রামাদি মুক্ত করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অসামান্য দৃঢ়তা ও সাহসিকতা দেখানোর জন্য ইরাকি বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কেরি বলেছেন, এটা আইএসের জন্য বড় পরাজয়।এসআইএস/এমএস

Advertisement