খেলাধুলা

নেইমারের প্রশংসায় রিয়াল কোচ

বার্সার হয়ে স্বপ্নের একটি মৌসুম কাটাচ্ছে নেইমার। মেসি-রোনালদোকে পেছনে ফেলে ১৪ গোল নিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনার এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে নেইমারের উন্নতি দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফ্যাবিও কাপেলো। কাপেলো বলেন, `নেইমারকে যখন আমি ব্রাজিলের হয়ে খেলতে দেখেছিলাম, তখন সে ভালো একজন খেলোয়াড় ছিল। কিন্তু সে দশ মিনিট খেলল এবং মিলিয়ে গেল। এখন সে অনেক দৌড়ায়, অনেক লড়াই করে।` নেইমারের প্রশংসা করতে গিয়ে কাপেলো আরও বলেন, `আমি মনে করি, মেসিকে ছাড়া ওই দুই মাস বার্সেলোনার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় ছিল। মেসির অনুপস্থিতিতে লিগে পাঁচ ম্যাচের চারটিতে জয় পায় বার্সেলোনা। এই পাঁচ ম্যাচে নেইমার ৮টি গোল করেন। সতীর্থদের তিনটি গোলে সহায়তাও করেন তিনি।` এদিকে  তার খেলায় মুগ্ধ হয়ে অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। কিন্তু পেলে ব্রাজিলের বর্তমান অধিনায়কের কিছু অপূর্ণতা খুঁজে বের করেছেন। পেলের মতে, নেইমার রক্ষণে অবদান রাখেন না; গোলের সুযোগও তৈরি করেন না। এমনকি নেইমারকে তার সাবেক ক্লাব সান্তোসের সেরা দশ খেলোয়াড়ের মধ্যেও রাখতে পারছেন না বলে উল্লেখ করেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। তবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না নেইমার।উল্লেখ্য, ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখান নেইমার। প্রথম মৌসুমে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি তিনি। পরের মৌসুমে কিছুটা ভালো খেলেন। আর এ মৌসুমে নিজের নামের প্রতি ঠিকই সুবিচার করে চলেছেন নেইমার। বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ২০১৫ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন ব্রাজিল অধিনায়ক।এমআর/এমএস

Advertisement