দেশজুড়ে

কাল পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হচ্ছে রাস উৎসব

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে বঙ্গোপসাগরের মোহনায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।

Advertisement

এবারের রাস পূর্ণিমার রাসপূজা ও রাস পুণ্যস্নানে অংশ নিতে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এখন অবস্থান করছেন সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, করোনা মহামারির কারণে এবারো রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে দর্শনার্থীদের অনুমতি দেওয়া হয়েছে। শুধু সনাতন ধর্মাবলম্বীদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্য ধর্মের লোকজন যেতে পারবেন না।

তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বন বিভাগের অনুমতিপত্র নিয়ে এবার রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানে যেতে হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের। বনবিভাগের নির্দিষ্ট পাঁচ নৌপথ দিয়ে তাদের যেতে হয়েছে।

Advertisement

তবে, এবার রাস পূর্ণিমার পুণ্যস্নান ও রাসপূজার অনুমতি দেওয়া হলেও করোনার কারণে রাসমেলার অনুমতি দেওয়া হয়নি বলেও জানান বনবিভাগের এ কর্মকর্তা।

এরশাদ হোসেন রনি/এসআর/জেআইএম