বিনোদন

ঢাবিতে বিশ্ব চলচ্চিত্র প্রদর্শন দিবস উদযাপিত

১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর প্রদর্শিত হয়েছিল ল্যুমিয়ের ব্রাদার্সের ‘অ্যারাইভ্যাল অব অ্যা ট্রেন অ্যাট লা সিয়োতা’। এ দিনেই হয়েছিল বিশ্বের প্রথম চলচ্চিত্র প্রদর্শনী। আর মাত্র ৫০ সেকেন্ডের এই চলচ্চিত্রটিই হলো বিশ্বের সর্বপ্রথম চলচ্চিত্র। বিশ্ব চলচ্চিত্র প্রদর্শন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া এই আয়োজনে চারটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আয়োজনের শুরুতেই ছিল ১৮৯৫ সালে নির্মিত ল্যুমিয়ের ব্রাদার্সের চলচ্চিত্র ‘অ্যারাইভ্যাল অব অ্যা ট্রেন অ্যাট লা সিয়োতা’। তারপর একে একে প্রদর্শিত হয় জর্জ ম্যালিয়ে`র ‘অ্যা ট্রিপ টু দ্য মুন’(১৯০২), সত্যজিৎ রায়ের ‘চিড়িয়াখানা’(১৯৬৭) এবং সবশেষে প্রদর্শিত হয় মার্টিন স্করসিসের ‘হুগো’(২০১১) চলচ্চিত্রটি।  উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীতে সোমবার সন্ধ্যা থেকেই টি. এস. সি উন্মুক্ত প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আয়োজকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ চিশতী কানন বলেন, ‘উন্মুক্ত প্রদর্শনীতে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ আমাদের আশান্বিত করেছে। ভবিষ্যতে এই দিনটিকে আরও বড় পরিসরে আয়োজন করার প্রত্যাশা করছি।’উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংসদ। সংগঠনটি ডাকসু অনুমোদিত এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সদস্য। দীর্ঘদিন ধরে সংসদটির সম্মানিত সঞ্চালকের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।এআরএস/এমএস

Advertisement