দেশজুড়ে

পুঠিয়া উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদককে অব্যাহতি

রাজশাহীর পুঠিয়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেককে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করা ও দলীয় প্রার্থীকে কোনো ধরনের সহযোগিতা না দেয়ার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, পুঠিয়া পৌরসভা নির্বাচনে রবিউল ইসলাম রবিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে আব্দুল মালেক দলের মনোনীত মেয়র প্রার্থীর বিপক্ষে এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করছেন। যা দলের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র পরিপন্থী।আবার নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির ফলে দলীয় প্রার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যা সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়। তাই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশক্রমে তাকে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।সেই সঙ্গে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা তিন দিনের মধ্যে জানানোর জন্য বলা হয়েছে।শাহরিয়ার অনতু/বিএ

Advertisement