হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা ও পূজা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৮ নভেম্বর)। শুক্রবার সকালে পুণ্যস্নানের মধ্য দিয়ে এ পূজার সমাপ্তি ঘটবে। তাই পটুয়াখালীর কুয়াকাটায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
Advertisement
বিগত বছরগুলোতে ঝাঁকজমকপূর্ণ তিন দিনব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হলেও ২০১৯ সালে দুর্যোগের কারণে ও ২০ সালে করোনার কারণে মেলা বন্ধ থাকলেও হিন্দু সম্প্রদায়ের আয়োজন ছিল সীমিত আকারে।
তবে পর্যটন কেন্দ্র কুয়াকাটার ব্যবসায়ীদের আশা, এবারের আয়োজনে পর্যটকদের ঢল নামবে। বিগত বছরগুলোতে অনেক পর্যটক আসতে পারেনি তারা অনেকেই আসতে শুরু করেছেন।
কুয়াকাটা সৈকতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের পুরোহিত শিশির বলেন, তাদের দেবতা শ্রী কৃষ্ণ এ তীর্থস্থানে এসে পুণ্যস্নান করেছেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়ে পুণ্যস্নান করেন।
Advertisement
কুয়াকাটা সৈকতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মন্ডল জাগো নিউজকে বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে এরই মধ্যে আমাদের সব প্রস্তুতি শেষের পথে। মন্দিরগুলোতে সৌন্দর্যের কাজ, প্যান্ডেল ও গেটসহ বিভিন্ন কাজ শেষ করে ফেলেছি। করোনার বিষয়টি মাথায় রেখে মাস্ক পরিধান, সামাজিক দূরত্বসহ সব নিরাপত্তা ব্যবস্থার চেষ্টা করছি।
পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, কুয়াকাটায় রাস পূর্ণিমা ও পূজা উপলক্ষে আগত পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, উপজেলা প্রশাসন, র্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। করোনার কারণে মেলা না হলেও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস
Advertisement