সাভারের আশুলিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ওই হাসপাতালটিতে এ অভিযান চালানো হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, আশুলিয়ার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, হাসপাতালটিতে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। ১৬ শয্যার হাসপাতালে ন্যূনতম তিনজন নার্স থাকার কথা থাকলেও সেটি মানা হচ্ছে না। জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে চিকিৎসার সরঞ্জাম অপরিচ্ছন্নভাবে পড়ে রয়েছে।
Advertisement
তিনি আরও বলেন, অভিযানে এসে হাসপাতালের কোনো কর্তৃপক্ষকে পাইনি। ফোন করে সংশ্লিষ্টদের আনতে হয়েছে। তাদের কাছে হাসপাতাল পরিচালনার কোনো বৈধ কাগজপত্র নেই। তাছাড়া ডাক্তারের তালিকা এবং নিয়োগচুক্তিও নেই। এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। তাদের কাগজপত্র ঠিক করার জন্য সময় দিয়েছি। নিয়ম অনুযায়ী তাদের সময় বেঁধে দিয়ে হাসপাতালটি সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের অনিয়মের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। এরপর তিনি অভিযান পরিচালনা করেন। হাসপাতাল পরিচালনার জন্য কোনো বৈধ কাগজপত্র কর্তৃপক্ষ দেখাতে পারেনি। তাই আর্থিক জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করা হয়েছে।
ইউএইচ/এএসএম
Advertisement