গ্রাজুয়েট নার্সিং বিভাগে সহায়তা প্রাপ্তির জন্য প্রাইম ব্যাংক লিমিটেডেরে সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও ডা. ইকবাল আনোয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগে সহায়তা প্রাপ্তির জন্য বিশেষ করে দু’ জন বিদেশি ক্লিনিক্যাল নার্সিং ইন্সট্রাক্টরের বেতন-ভাতা প্রাইম ব্যাংকের পক্ষ থেকে প্রদানের জন্য এ চুক্তি স্বাক্ষর করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। একে/পিআর
Advertisement