মতামত

জন লেননের পিয়ানো

মেডিক্যাল কলেজে পড়বার সময় আমার প্রিয় গায়ক জন লেননের একটি প্রিয় গানের টি শার্ট পড়ে ঘুরতাম। গানটি ছিল 'Imagine'। জন লেনন তার স্ত্রী ইয়কো ওনোকে সাথে নিয়ে এ গানটি গেয়েছিলেন একটি সাদা পিয়ানোতে।

Advertisement

আমার খুব শখ ছিল জন লেনন কে সামনাসামনি দেখবার এবং তাঁর গান শুনবার। কিন্তু সে তো হবে না। তাই ভেবেছিলাম সেই সাদা পিয়ানোটা যদি একদিন ছুঁয়ে দেখতে পেতাম।

আমার দীর্ঘদিনের পরিচিত রোগী সুজান ইউনিভার্সাল স্টুডিওর বড়কর্তা। তাকে একদিন কথা প্রসঙ্গে জানিয়েছিলাম আমার এ স্বপ্নের কথাটা।

হঠাৎ করে সে আমাকে জিজ্ঞেস করলো জন লেননের রুমে যেতে চাই কিনা। সেখানে তাঁর সেই সাদা পিয়ানোটি আছে। সে পিয়ানোর প্রতিটি কি বোর্ডে সব বিখ্যাত শিল্পীদের স্বাক্ষর রয়েছে। মাইকেল জ্যাকসন থেকে এলটন জনসহ আরো অনেকের।

Advertisement

আমি এক কথায় রাজি হয়ে গেলাম।

জন লেননের রুমে তার সাদা পিয়ানোটি ছাড়াও ছিল তার ব্যাবহৃত অনেক কিছু। আমি মোহিত হয়ে গেলাম। স্বপ্ন আমরা দেখতে পারি সবাই। স্বপ্ন সত্যি হয়ে যায়। কেবল স্বপ্ন দেখতে জানতে হবে আমাদের। ঠিক জন লেননের গানের মতো।

"You may say I'm a dreamerBut I'm not the only oneI hope someday you'll join usAnd the world will live as one."

জন লেননের Imagine গানটি অনুবাদ করেছি।

Advertisement

পড়ে দেখবার আমন্ত্রণ রইলো।

Imagine

Imagine there's no heavenIt's easy if you try No hell below usAbove us, only sky

Imagine all the peopleLivin' for todayAh

Imagine there's no countriesIt isn't hard to doNothing to kill or die forAnd no religion, too

Imagine all the peopleLivin' life in peaceYou

You may say I'm a dreamerBut I'm not the only oneI hope someday you'll join usAnd the world will be as one

Imagine no possessionsI wonder if you canNo need for greed or hungerA brotherhood of man

Imagine all the peopleSharing all the worldYou

You may say I'm a dreamerBut I'm not the only oneI hope someday you'll join usAnd the world will live as one

ধরে নাও

(বিশ্বাস করো/ স্বপ্ন দেখো )

ধরে নাও আমাদের ওপারে কোনো স্বর্গ নেই আর নিচে নেই কোনো নরক, আমাদের ওপর কেবল আকাশ কেবল সহজ ভাবে ভেবে নাও, কল্পনা করো।

ধরে নাও আমরা সবাই কেবল বেঁচে থাকবো আজকের জন্য। আহা...

ধরে নাও কোনো দেশ নেই আমাদের পৃথিবীতে নেই কোনো হত্যা , নেই কোনো মরণ নেই ধর্ম, বর্ণ আর ভেদাভেদ কল্পনা করতে বাধা কোথায় ?

ধরে নাও আমরা চির শান্তির দেশে বাস করছি,তুমি কেবল বিশ্বাস করো।

তুমি বলতে পারো আমি স্বপ্নচারিণী কিন্তু আমি তো একা নই। আমি জানি একদিন তুমিও বা ধরে নেবে এই পৃথিবী আমাদের সবার। ধরে নাও আর কোনো মিছিল নেই, নেই কোনো বিক্ষোভ আর ক্ষুধা। কোথাও নেই কোনো লোভ আর ঘৃণা,আছে কেবল আমাদের ভালোবাসার বাঁধন।

ধরে নাও আমরা এক পৃথিবীকে আগলে রেখেছি বুকে,তুমি কেবল বিশ্বাস করো।

তুমি বলতে পারো আমি স্বপ্নচারিণীকিন্তু আমি তো একা নই। আমি জানি একদিন তুমিও বা ধরে নেবে এই পৃথিবী আমাদের সবার।

এইচআর/এএসএম