সৌদি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ৩২ লাখ ডোজ করোনার টিকা মঙ্গলবার (১৬ নভেম্বর) হস্তান্তর করা হবে।
Advertisement
এদিন সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর অনুষ্ঠান হবে। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকবেন।
সোমবার (১৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরব ও পোল্যান্ড বাংলাদেশকে প্রায় ৪৮ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে।
Advertisement
ওইদিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি আমরা।
তিনি আরও বলেছিলেন, পোল্যান্ড বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। পোল্যান্ডের এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে।
এমইউ/এমআরআর/এমএস
Advertisement