খেলাধুলা

মেসিকে লোভনীয় প্রস্তাব ম্যানসিটির

টাকা হলেই নাকি মেসিকে কেনা যাবে। কথাটা বলেছিলেন তারই জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। সেই টাকার অংকটা যে বিশাল এবং যে কারও পক্ষে সেই টাকা দেয়া সম্ভব নয় তা জানা আছে ডি মারিয়ার। এ কারণে তিনি বলেছিলেন, মেসিকে কিনতে যে পরিমান অর্থ লাগবে, তা দিতে পারবে তার ক্লাব পিএসজি।এবার দেখা যাক, টাকার কাছে হার মানেন কি না মেসি। কারণ, তাকে যে পরিমান অর্থের বিনিময়ে বার্সা ছাড়ার প্রস্তাব দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি তা লোভনীয়ই নয় শুধু, রীতিমত অবাক করারমত। কারণ, বার্সেলোনায় মেসি যে পারিশ্রমিক পেয়ে থাকেন, তার চেয়েও অনেক বেশি পারিশ্রমিকের প্রস্তাব তাকে দিয়েছে ম্যানসিটি।স্প্যানিশ পত্রিকা স্পোর্ট রিপোর্ট করেছে, ম্যানচেস্টার সিটি মেসিকে বাৎসরিক পারিশ্রমিক হিসেবে ২৭ মিলিয়ন ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে। বার্সেলোনা থেকে তিনি এখন পারিশ্রমিক পান বাৎসরিক মিলিয়ন ইউরো করে। অথ্যাৎ বার্সার চেয়েও ৭ মিলিয়ন ইউরো বেশি পারিশ্রমিক দেয়ার প্রস্তাব মেসিকে দিয়েছে সিটি।টাকার হিসেবে নতুন প্রস্তাব অনুযায়ী মেসির পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় ২৩৩ কোটি ৫৫ লাখ টাকা। বার্সা থেকে এখন বাৎসরিক যে টাকা পান তার পরিমান ১৭৩ কোটি। অথ্যাৎ বার্সার চেয়েও ৬০ কোটি টাকা বেশি দেয়ার প্রস্তাব করেছে তারা।গোলডটকম লিখেছে, আগামী মওসুম পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করারই কথা রয়েছে বার্সার। সে হিসেবে ২০ মিলিয়ন ইউরোতেই পারিশ্রমিক থেকে যাচ্ছে তার। তবে, বার্সা চুক্তি নবায়ন না করলেও, তারা চায় মেসি নতুন প্রস্তাবে কোন সাড়া দেবেন না। যেভাবে তিনি চেলসি কিংবা পিএসজির প্রস্তাবকে ‘না’ করে দিয়েছিলেন।তবে, ম্যানসিটি কিন্তু প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে দেয়নি। কারণ, বার্সেলোনা যতক্ষণ পর্যন্ত না মেসিকে ছাড়ার কোন ইঙ্গিত না দিচ্ছে কিংবা মেসি সেই প্রস্তাব গ্রহণের কোন সম্ভাবনা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা আনুষ্ঠানিক প্রস্তাবের পথে হাঁটবে না। ম্যানসিটি মেসিকে পাওয়ার বিষয়ে আশাবাদী। এর মূল কারণ হচ্ছে, পেপ গার্দিওলা। বার্সার সাবেক এই কোচের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে সিটি। যদি ম্যানসিটি গার্দিওলাকে পেয়েই যায়, তবে, মেসিকেও পাওয়ার আশা করে তারা।আইএইচএস/পিআর

Advertisement