করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মাত্র তিনজন করোনার টিকা নিয়েছিলেন। তিনজনের মধ্যে একজন প্রথম ডোজ ও দুজন দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছিলেন। আর ২৪ জনেরই টিকা নেওয়া ছিল না।
Advertisement
সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার এপিডেমিওলজিক্যাল ৪৫তম সপ্তাহে (৮-১৪ নভেম্বর) অর্থাৎ গত এক সপ্তাহে সারাদেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১০ জন। ২৭ জনের মধ্যে ২০ জনের কো-মরবিডিটি (অন্যান্য জটিল রোগব্যাধি) ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৭ জনের মধ্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগজনিত কো-মরবিডিটিতে রোগী বেশি ছিল। পূর্ববর্তী সপ্তাহেও (৪৪তম এপিডেমিওলজিক্যাল) এ তিনটি রোগে বেশি মৃত্যু হলেও চলতি সপ্তাহের তুলনায় তা শতাংশের হিসাবে কম।
Advertisement
এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯২৬ জনে।
এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩৪ জন। এনিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমইউ/বিএ/এমএস
Advertisement