স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই ৫ বিভাগে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯২৬ জনে।

Advertisement

এ সময়ে দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়। বাকি ৫ বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।

আজ সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ সোমবার (১৫ নভেম্বর) পর্যন্ত করোনায় মারা যাওয়া ২৭ হাজার ৯২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ হাজার ১৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন, চট্টগ্রামে ৫ হাজার ৬৭২ জন, রাজশাহীতে ২ হাজার ৪৮ জন, খুলনায় ৩ হাজার ৬০৪ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে ১ হাজার ২৬৭ জন এবং রংপুর বিভাগে ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়।

Advertisement

এমইউ/এমএইচআর/এএসএম