তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এখন চলছে প্রচারণা। তবে নির্বাচনী ফলাফল কী হবে তা এখন জানা সম্ভব না হলেও ঠিকই আলোচনায় এসেছেন কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নে সংরক্ষিত নারী প্রার্থী পুতুল বেগম।
Advertisement
তার নির্বাচনী প্রচারণায় বোরকা পরে গানের তালে নেচেছেন কয়েকজন পুরুষ। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী প্রার্থী পুতুল বেগম।
৩০ সেকেন্ডের ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন পুরুষ বোরকা পরে গানের তালে তালে নেচে গেয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চাইছেন। এ প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন পুতুল বেগম নিজেই। পুরুষদের সঙ্গে তিনিও নাচার চেষ্টা করেছেন।
Advertisement
জানতে চাইলে পুতুল বেগম জাগো নিউজকে বলেন, ‘শুক্রবার প্রতীক বরাদ্দের দিন আমি সূর্যমুখী ফুল মার্কা পেয়েছি। পরদিন সমর্থকরা গ্রামে মিছিল বের করেন। প্রচারণায় ভিন্নতা আনতে পুরুষদের দিয়ে মিছিলটি করানো হয়েছে। এতে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম