দেশজুড়ে

করোনার টিকা পাচ্ছে নোয়াখালীর ২২ হাজার এইচএসসি পরীক্ষার্থী

নোয়াখালীর নয় উপজেলার ৩৩ কলেজের প্রায় ২২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।

Advertisement

সোমবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে প্রথম পর্যায়ে জেলা সিভিল সার্জন কার্যালয় ভবনে এ টিকার কার্যক্রম শুরু হয়।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বলেন, উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। টিকা প্রদান কাজে ছেলে ও মেয়েদের জন্য মোট চারটি বুথে আটজন স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হয়েছে। এছাড়া বিএনসিসি ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরাও প্রতিটি বুথে টিকার কাজে সহযোগিতা করছেন।

এদিকে রেজিস্ট্রেশনের ঝামেলা না থাকায় লাইনে দাঁড়িয়ে দ্রুত সময়ের মধ্যে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রতিদিন এক হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস।

Advertisement

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সালাউদ্দিন জানান, জেলার ৩৩ কলেজের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা ফরমের প্রিন্টআউট কপি নিয়েছেন তাদের টিকা দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে সকল পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম