ফিচার

এক থেকে ১০ লাখ পর্যন্ত গুনে গড়লেন বিশ্বরেকর্ড

এই অবিশ্বাস্য রেকর্ডটি গড়েছেন বার্মিংহামের এক ব্যক্তি জেরেমি হার্পার। দিনে ১৬ ঘণ্টা তিনি মুখে মুখে সংখ্যা গণনা করে বিশ্বরেকর্ড গড়েছেন। ৪ মাসব্যাপী সেই গণনার ভিডিও ইন্টানেটে প্রচার করেন জেরেমি।

Advertisement

মৌখিকভাবে প্রতিটি সংখ্যাকে এক মিলিয়ন পর্যন্ত গণনা করেছিলেন জেরেমি। দিনে ১৬ ঘণ্টা করে মোট ৮৯ দিন লেগেছিল তার এই গণনা শেষ করতে। ২০০৭ সালে এই রেকর্ডটি করেন জেরেমি। এখনো পর্যন্ত কেউ এই রেকর্ডটি ভাঙতে পারেনি।

২০০৭ সালের ১৮ জুন শুরু করে ১৪ সেপ্টেম্বরে গিয়ে জেরেমি ১০ লাখ পর্যন্ত গুনে শেষ করেন। প্রতিদিন গড়ে ১১ হাজার ২০০টিরও বেশি সংখ্যা গণনা করেছেন তিনি।

তার এই ভিডিও প্রকাশ পায় ইউটিউবে। গিনেস কর্তৃপক্ষ দীর্ঘদিন তার ভিডিওগুলো পর্যবেক্ষণ করেন। এরপরই তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খেতাবটি দেওয়া হয়।

Advertisement

এই ৪ মাস জেরেমি তার ঘর ছেড়ে একবারও বের হননি। সকালে ঘুম থেকে উঠে ও ঘুমাতে যাওয়া পর্যন্ত তিনি একটি কাজই করতেন।

জেরেমি তার গণনার ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার মাধ্যমে যে আয় করতেন তার সবটাই দাতব্য সংস্থায় দান করতেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কেএসকে/জেআইএম

Advertisement