প্রবাস

আমিরাতে বাংলাদেশি দুই স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দুই স্কুলেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। দূতাবাসের তত্ত্বাবধানে ‘আবুধাবি খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলে’৪০ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছে।

Advertisement

এদের মধ্যে বিজ্ঞানে ২৪ জন (১৩ জন ছাত্র ও ১১ জন ছাত্রী) এবং বাণিজ্যে ১৬ জন পরীক্ষা দিচ্ছে। সবাই ইংরেজি মিডিয়ামের পরীক্ষার্থী। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ সাইফুল ইসলাম।

অন্যদিকে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমা বাংলাদেশ স্কুলে ৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদের মধ্যে ২৩ জন বিজ্ঞানে (৪ জন ছাত্র ও ১৯ জন ছাত্রী) এবং ২৩ জন বাণিজ্য বিভাগে (১৭ জন ছাত্র ও ৬ জন ছাত্রী) পরীক্ষা দিচ্ছে।

সবাই ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন দুবাই কনস্যুলেটের প্রথম সচিব ফাতেমা জাহান। আবুধাবি স্কুল প্রিন্সিপাল মীর আনিসুল ইসলাম করোনাকালীন সব পরীক্ষার্থীর সফলতা ও ভালো ফলাফল কামনা করেন।

Advertisement

এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশ থেকে ৯টি কেন্দ্রের মাধ্যমে মোট ৪২৯ পরীক্ষার্থী অংশ নিয়েছে।

রাস আল খাইমা স্কুলের অধ্যক্ষ হাবিবুল্লাহ ছাত্রছাত্রীদের সফলতা কামনা করেছেন।

এমআরএম/জেআইএম

Advertisement