দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও দুজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (১৫ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের আব্দুর রশিদ (৬৫) ও টাঙ্গাইল ধনবাড়ির হাসনা বেগম (৬০)। তারা করোনার উপসর্গে মারা যান।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৩৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন চারজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

Advertisement

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১০১ নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস