প্রমা
Advertisement
আজ তোমার কাছে হেরে যেতে চাইতুমি জিতে গিয়ে, যে হাসি আনন্দ প্রকাশ করবে—তা-ই অধমের স্বর্গসুখ!
ব্যপদেশ বাদ দিয়ে একদিন এসো...রাতের ঝিঁঝিঁ পোকার ডাকের সঙ্গে সঙ্গে তাল-লয় খেলা করে,তনুজুুড়ে উষ্ণতা!মহীয়সী, তোমার না ভালো লাগে ‘ক্রিকেট’!
****
Advertisement
কপটতা
অনেকেই হয়তো অপছন্দ করেনকাউকে ব্যতীপাত করে মরতে চাই না।
অনেকে আজ হয়তো মনে রেখে ক্ষোভ—ভারসাম্য ইষ্টাপত্তি!
ভেতরে বিষ পুষে সরলতার কাব্য আঁকেনউপাসনার গানও গানদিনের পর দিন কোলাহলে,জমান অর্থের আর্তনাদ।
Advertisement
মাটির ব্যবধান বাড়েবালুর বিন্দু থেকে বিন্দু পৃথক হয়আবার ইটের অট্টালিকায় চাপা পড়ে কলুষঅসম্মানের পল্লিতে জমে শীৎকার।
পবিত্র রক্তে অশুচি বন্দনা...
এসইউ/জিকেএস