দেশজুড়ে

যশোরে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর টিকাদান শুরু আজ

যশোরে প্রায় এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। আজ সোমবার (১৫ নভেম্বর) থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

Advertisement

টিকাদান কর্মসূচিতে জেলার ২৪ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদের পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে।

যশোর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউিট কেন্দ্রে (পিটিআই) ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীরা করোনার টিকা নিতে পারবে। টিকা দেওয়ার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম বলেন, ‘যশোর জেলায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ২৪ হাজার। পাশাপাশি ১২-১৭ বছর বয়সী এক লাখ পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে।’

Advertisement

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য জেলায় একটি কেন্দ্র চালু করা হয়েছে। এ পিটিআই কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর পাশাপাশি ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।’

এদিকে, জেলায় মাত্র একটি টিকাদান কেন্দ্র নির্ধারণ করায় উপজেলা ও কলেজভিত্তিক শিক্ষার্থীদের টিকাদানের তালিকা ও সিডিউল তৈরি করা হয়েছে। এ সিডিউল অনুযায়ী আজ সোমবার সদর উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। যাদের ১৭ ডিজিটের জন্মসনদ আছে, শুধু তারাই টিকা নিতে পারবে। শিক্ষা অফিস থেকে তাদের যে তালিকা সরবরাহ করবে, সে অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে টিকা ও স্বাস্থ্যকর্মী পাঠানো হবে।

মিলন রহমান/এএএইচ

Advertisement