দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু কমছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন ও বেসরকারি হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯২২ জনে।
Advertisement
সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ একজন এবং নারী চারজন। অর্থাৎ আলোচ্য সময়ে পুরুষের তুলনায় নারীর মৃত্যু তিনগুণ।
রোববার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ (১৪ নভেম্বর) পর্যন্ত সর্বমোট মৃত ২৭ হাজার ৯২২ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৭৩ (৬৪ দশমিক শূন্য ১ শতাংশ) ও নারী ১০ হাজার ৪৯ জন (৩৫ দশমিক ৯৯ জন)।
Advertisement
করোনা সংক্রমণের শুরুর দিকে পুরুষ রোগীর মৃত্যুসংখ্যা ছিল অনেক বেশি। শতকরা ৮০ ভাগেরও বেশি ছিল পুরুষ রোগী। কিন্তু পরবর্তীতে নারীদের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।
এমইউ/কেএসআর/জেআইএম