সিলেটের বিশ্বনাথে পরীক্ষা চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে স্মার্টফোন ব্যবহার ও দায়িত্বে অবহেলার দায়ে তিন মাদরাসা শিক্ষকসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে।
Advertisement
রোববার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাস উপজেলার দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে যান। কেন্দ্রের কয়েকটি পরীক্ষার হল পরিদর্শনে দায়িত্বরত তিন শিক্ষকসহ চারজনের হাতে স্মার্টফোন দেখতে পান। পরে তাদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে কেন্দ্র সচিব ওই চার শিক্ষককে আজীবনের জন্য পরীক্ষার দায়িত্ব পালন থেকে বহিষ্কার করেন।
বহিষ্কারপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথের কামালবাজার আলিম মাদরাসা সহকারী শিক্ষক শাহ আলম, হযরত শাহ চান্দ শাহ কালু আলিম মাদরাসার সহকারী শিক্ষক হোসেন রজবী মুন্সী, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মিসবাহুল ইসলাম, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারী গ্রন্থাগার রুহুল কুদ্দুস।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাস জানান, তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে অবশিষ্ট পরীক্ষাগুলোতেও তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Advertisement
এদিকে এসএসসি পরীক্ষা শুরুর প্রথমদিন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান বিভাগে এবার মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৮৭৩ জন। এরমধ্যে ১৪৬ কেন্দ্রের পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৪৮ জন।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মো. কবির আহমদ জাগো নিউজকে জানান, কোনো পরীক্ষার্থী বা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে বহিষ্কার করা হয়নি।
এ বছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৯৪০ জন এবং ছাত্রী ৬৭ হাজার ১৯১ জন।
ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম
Advertisement